1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক ছাত্রদের ঈদ পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক ছাত্রদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় এ অনুষ্ঠানটি মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ রমিজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম ফেরদৌস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আজিজুর রহমান সরকার স্বপন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ জনাব আলতাফ হোসেন এবং সোনাহান ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জনাব বাবুল আক্তার।

অনুষ্ঠানে সাবেক ও বর্তমান ছাত্রদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরিবেশনা করে ভূরুঙ্গামারীর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, কুড়িগ্রামের ধরলা শিল্পীগোষ্ঠী এবং রংপুরের অঙ্গীকার শিল্পীগোষ্ঠী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট