1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

বরগুনার তালতলীতে দুলাভাই বাড়ি প্রেমিক প্রেমিকার আত্মহত্যা 

তালতলী (বরগুনা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

বরগুনার তালতলীতে দুলাভাই এর বাড়িথেকে পরকিয়া প্রেমিকা সহ দুই যুগল এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তালতলী থানা পুলিশ। নিহত যুবকের নাম ইকবাল হাওলাদার তিনি বরগুনার বেতাগী উপজেলার পূর্ব রানিপুর গ্রামের শুক্কুর হাওলাদার এর পুত্র ও পরকিয়া প্রেমিকা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সুবিদখালী গ্রামের ডিভোর্সী লামিয়া বেগম।

বৃহস্পতিবার (৩রা এপ্রিল)  বিকেলে উপজেলার ৪নং শারিকখালী ইউনিয়ন এর চাউলাপাড়া গ্রামে রহিম ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে পরিকিয়া প্রেমিকা লামিয়াকে নিয়ে দুলাভাই এর বাড়ি বেড়াতে আসেন ইকবাল হাওলাদার। বোন দুলাভাই ঢাকায় থাকায় তাদের আদর আপ্যয়ন করেন তালই রহিম ডাক্তার।

ছেলে মেয়ের শশুর বাড়ী এসেছে সংবাদ শুনে  মা হাজেরা বেগম। বেয়াই বাড়ি এসে ছেলে ও মেয়ের সাথে চিল্লাফাল্লা করে। রাগে ক্ষোভে ওই ঘরের পাটাতনে উঠে ছেলে ও মেয়ে ঘরের রুয়ার সাথে ওরনা   ও রশি পেচিয়ে আত্নহত্যা করেন। সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশের একটি টিম সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।

তালতলী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজালাল জানান, এ বিষয়ে থানায় অপমৃত্য মামলা দায়ের করা হচ্ছে, লাশ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়না তদন্ত রিপোর্টের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট