1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

মাকে হত্যা করে মরদেহ গুমের চেষ্টা, বাধা দেয়ায় স্ত্রীকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে মাদকের টাকা চেয়ে না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।

শুক্রবার (১৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে মধুপুর উপজেলার শালিকা গ্রামে এ ঘটনা ঘটে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবীর জানান, উপজেলার শালিকা পাগুর মোড়ে পূর্ব পাশে খাইরুল পাগলের ছেলে রাজীব পাগলা ইফতারের পর তার মায়ের কাছে নেশার জন্য টাকা চেয়ে টাকা না পাওয়ায় তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। পরে মায়ের মরদেহ স্থানীয় আনারস বাগানে নিয়ে পুঁতে রাখার সময় তার স্ত্রী বাধা দিলে তার স্ত্রীকেও কুপিয়ে আহত করে। এরপর স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠায়।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় ৩ জন আহত রয়েছে। রাজীবকে গ্রেফতার করার জন্য অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট