1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

ভুরুঙ্গামারী দিয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় অস্ত্রের চালান আটক

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম  ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গতকাল শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হকের নেতৃত্বে ১৯ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে তারা কিছু ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। টহল দল তাদের আটকানোর চেষ্টা করলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত ভারতের ভেতরে পালিয়ে যায়।

পরে টহল দল ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে ৮ লাখ ২৬ হাজার ২০০ টাকা মূল্যের ৫টি ভারতীয় NX-200 ATHENA গান, ১টি ভারতীয় পিস্তল অ্যাসেম্বলি, ৩৩,১০০ পিস ভারতীয় সিসা গুলি এবং একটি হিরো ইগনিটর ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক অস্ত্র ও গোলাবারুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সীমান্তে চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। ইতোমধ্যে প্রতিটি বিওপি এলাকায় টহল জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট