1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

নান্দাইলে রসের মিষ্টির দোকানে ৫০ হাজার টাকা জরিমানা

নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা বাজারে রসের মিষ্টি শপকে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে সরজমিন পরিদর্শনে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির সত্যতা পায় উক্ত অভিযান টিম। পরে জনসম্মুখে মেয়াদোত্তীর্ণ খাবার সামগ্রী ধ্বংস করা হয় এবং উক্ত শপের পরিচালক আবু বক্কর সিদ্দিককে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। পাশাপাশি স্থানীয় কয়েকটি মিষ্টির দোকানেও মেয়াদোত্তীর্ণ খাবার জনসম্মুখে ধ্বংস করা হয় এবং সকলকে সতর্ক করা হয।

এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দোকান মালিকগণ পালিয়ে যায়। বর্তমানে রসের মিষ্টি শপটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার ভ্রাম্যমান আদালতের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুধু পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে নয়, ভোক্তার অধিকার নিশ্চিত করনে এ ধরনের অভিযান সব সময়ে অব্যাহত থাকবে। এ জন্য ভোক্তা তথা জনসাধারণকেও সচেতন থাকা জরুরী।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট