1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

কালিগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ৫ দোকানে ১০ হাজার জরিমান

কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জের আওড়া খালি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৫ মার্চ বুধবার দুপুরে জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়া খালি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ দোকানদারকে ২০০০ টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিজ্ঞ  এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট কালিগঞ্জ গাজীপুরের সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি মূল্য তালিকা না থাকায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় পাঁচটি মামলার মাধ্যমে জরিমানা আদায় করেন। এ সময় দেওতলা গ্রামের অজিত চন্দ্র পাল এর ছেলে দিপুচন্দ্র পাল (২৯), কাওলিতা গ্রামের মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ হাশেম (৩৮), নুরুল ভূঁইয়ার ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম (৩৭), নরুন গ্রামের মুসলে উদ্দিনের ছেলে মোঃ হালিম (৪৭), আজমতপুর গ্রামের মুসলেমের ছেলে আতিকুর রহমান(২৪) এর নিকট হতে সকল জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার ভূমি বলেন ইহা একটি চলমান প্রক্রিয়া। এ সময় কালীগঞ্জ থানার পুলিশ ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট