টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গোলাবাড়ি এলাকায় ট্রাক, অটোরিকশা ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি গফুর মিয়া (৫০) তিনি ইদিলপুর ইউনিয়নের মাঝিরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাসেল আহমেদ জানায়, ধনবাড়ি থেকে টাঙ্গাইল অভিমুখী একটি ট্রাক অটোরিকশা ও ভ্যানকে ধাক্কা দিলে ট্রাকটি সড়কের পাশের খালে পড়ে যায়।
তিনি আরো বলেন, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই গফুর মিয়া নামে এক ব্যক্তি মারা যায় এবং আহত তিনজনকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।