1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

২৫ কুড়িগ্রাম-১ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম 

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের প্রার্থী চুড়ান্ত করলো বাংলাদেশ জামায়াতে  ইসলামী।  

শনিবার (২২ ফেব্রুয়ারি ) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন ফারুকী  বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন কুড়িগ্রাম জেলার সংসদীয়  ৪টি আসনের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে এবং প্রার্থীদের নাম কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন স্থানীয় সংগঠনের মতামতের ভীত্তিতে সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।

ভূরুঙ্গামারী-নাগেশ্বরী উপজেলা ও কচাকাটা থানার ২৫ টি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন ২৫ কুড়িগ্রাম-১ গঠিত। উক্ত আসনে জামাতের প্রার্থী হিসেবে অধ্যাপক আনোয়ারুল ইসলাম এর নাম ঘোষণা করা হলো। তিনি ছাত্র শিবিরের  কারমাইকেল কলেজ রংপুর শাখার সাবেক সভাপতি, রংপুর মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি, সাবেক নায়েবে আমির, রংপুর- দিনাজপুর অঞ্চল সদস্য  এবং বর্তমানে  রংপুর মডেল কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি ৫নং ভূরুঙ্গামারী  সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের বাসিন্দা।

এবিষয়ে অধ্যাপক আনোয়ারুল ইসলাম  জানান, সংগঠনের সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। ন‍্যায় ও ইনসাফ ভীত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং  কুড়িগ্রাম-১ আসনকে সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত রাখতে কাজ করে যাবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট