1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

সাংবাদিক নির্ঝর কান্তি বিশ্বাস ননী আর নেই 

বামনা (বরগুনা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

বরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়নের আমতলী নিবাসী মৃত্যু নিকর রঞ্জন বিশ্বাস এর পুত্র এবং বামনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নির্ঝর কান্তি বিশ্বাস ননী গতকাল মঙ্গলবার রাত ৮ঃ৪৫ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ও হাসপাতালে পরলোক গমন করেন।

মৃত্যু কালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ননী বিশ্বাস বামনা উপজেলায় প্রায় তিন যুগের বেশি সময় কালীন সততার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তার মৃত্যুর পুর্ব পর্যন্ত তিনি দৈনিক আমার সংবাদ ও দৈনিক খোলা কাগজের বামনা উপজেলা প্রতিনিধি এবং সাহেববাড়ী বাজারের বন্ধুজন মোবাইল টেলিকম-এর স্বত্বাধিকারী হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য তিনি গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাৎক্ষণিক বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য
ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ও হাসপাতালে প্রেরণ করে।

তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বামনা উপজেলা সভাপতি মোঃ নাসির মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন, বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, জামায়াতে ইসলামী বামনা উপজেলার আমির, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুর রব মুর্তাজা আহসান, বেগম ফায়জুন্নেসা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমান, বামনা প্রেসক্লাবের সভাপতিসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট