1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

পাবনার সাঁথীয়ায় যুবকের দুই হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা

পাবনা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

পাবনার সাঁথিয়া উপজেলায় আশরাফুল ইসলাম (৩২) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সাঁথিয়া পৌরসভার টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে এ ঘটনা ঘটে ।

আহত আশরাফুল ইসলাম সাঁথিয়া কলেজ পাড়া নুর ইসলামের ছেলে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব, চুরি, ডাকাতি, মারামারিসহ ৯টি মামলা রয়েছে ।

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, দুপুরে টেলিফোন এক্সচেঞ্জে অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন আশরাফুল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তার ওপর হামলা করে এবং কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা । আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, আশরাফুল ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় ৯টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট