1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
তালতলীতে বিএনপি’র অফিস আওয়ামীলীগের দখলে রাজাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের এক শিশুর জীবন বাঁচাতে আকুল আবেদন বিমান দুর্ঘটনায় শহিদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের ফরিদগঞ্জ এলপিজি স্টেশনে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক পরিবার ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ- নাহিদ ইসলাম ভোটের সময় প্রতিশ্রুতি স্বাধীনতার পরে সংস্কার হয়নি ১কিঃ রাস্তা 

নিয়ামতপুরে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় থানায় মামলা

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে ছাত্রদল নেতা অনিক মাহমুদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। অনিকের বাবা বাদী হয়ে গতকাল সোমবার নিয়ামতপুর থানায় মামলা দায়ের করেন। অনিক মাহমুদ উপজেলার ভাবিচা ইউনিয়নের শালালপুর নিচপাড়া এলাকার আব্দুল সাত্তারের ছেলে।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

মামলায় উপজেলার ভাবিচা ইউনিয়নের শালালপুর এলাকার একরামুল, শমসের আলী, মাজেদুল, তোতা, মোকলেছার, আনিছার, আতাউর, নাহিদ, নজরুল ও কয়াস এলাকার হারুনের নাম উল্লেখ করা হয়েছে। তারা সকলেই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এমন কয়েকটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ছাত্রদল নেতা উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীর সমর্থক হওয়ায় এজাহারভুক্ত আসামীরা ফেসবুক পোস্টের ওপর বিশ্বাস থেকে ওই নেতার ওপর চড়াও হয়। আসামিরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সমর্থক।

অনিক মাহমুদ পাশ্ববর্তী আশেকপুর গ্রাম থেকে ইসলামি জালসা থেকে ফেরার পথে নিজ গ্রামের পোঁছার আগেই আসামিরা হাতুড়ি, লোহার রড ও বল্লম দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে জ্ঞান হারিয়ে ফেললে স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

অনিক মাহমুদের বাবা আব্দুস ছাত্তার বলেন, আমার ছেলে সাবেক এমপি ডা. ছালেক চৌধুরীর সমর্থক হওয়ায় আসামিরা নির্যাতন করেছে। আমি ছেলের ওপর নির্যাতনের সঠিক বিচার চাই।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, অনিক মাহমুদের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট