গাজীপুর কাশিমপুরে ডেভিল হান্টের বিশেষ অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মী সহ আরো ৬ জন কে আটক করছে পুলিশ।
গাজীপুরের কাশিমপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক নেতা কে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।
সোমবার রাতে মহানগরীর কাশিমপুরের ১ নং ওয়ার্ড পলাশ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা, শাহাদত হোসেনকে গ্রেপ্তার করে কাশিপুর থানা পুলিশ।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, রাতে কাশিমপুরের বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১ নেতাসহ আরো ৬জন কে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।