1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

কাফির সংবাদ সম্মেলন ৭ দিনের আল্টিমেটাম অপরাধীদের ধরতে 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনের আন্দোলনকারী ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাাফির গ্রামের বাড়ি দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার প্রতিবাদে পুড়ে যাওয়া বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি সংবাদকর্মীদের বলেন, আমি এই সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিলাম। এই ৭ দিনের মধ্যে যদি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দূর্বৃত্তদের আটক করাসহ আমার বাড়ী পূর্ন তৈরি করতে না পারে তাহলে আমি ঢাকা কলাপাড়া রাজপথে বিপ্লবী সরকারের ডাক দিব।

তিনি আরো বলেন, ৩২ নম্বরের সামনে আমি বুলডোজারের সামনে স্লোগান দিয়েছি ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না। তখনকার সময় আওয়ামী লীগের দোসররা ঘোষণা দিয়েছিল যে যারা ৩২ পুড়িয়ে দিয়েছে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হবে। নিষিদ্ধ ছাত্র লীগের প্রথম আক্রোশের শিকার আমি। এটাই প্রমান করে। তিনি আরো বলেন, এটা এই সরকারের ব্যর্থতা।আমি চাই এই সরকার আরো শক্তি শালী হোক। যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে তারা বলুক। তাহলে এই দেশের সাধারণ জনগণ বিপ্লবী সরকার গঠন করবে।

এর আগে তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি উল্লেখ করেন আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ ম্যাসেজ দিবো। ম্যাসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমিই নিজেই বিকল্প হয়ে হবো,আমিই বিপ্লবী সরকার হবো।

উল্লখ্য মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। তবে কারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট