1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২ দিন ব্যাপী ৫৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়

টাঙ্গাইল প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২ দিন ব্যাপী, ৫৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ উদযাপিত হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল ৯ ঘটিকার সময় বিদ্যালয় মাঠে এই বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হয়।

১ম দিন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। মির্জাপুর উপজেলার নির্বাহী অফিসার এ.বি.এম. আরিফুল ইসলাম। সভাপতির দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক-

মোঃ সোহরাব আলী মল্লিক, সহকারী প্রধান শিক্ষিক,
আরফান আলী খান, সিনিয়র সহকারী শিক্ষক, মোঃ জহিরুল ইসলাম, শরীরচর্চা বিষয়ক শিক্ষক, মোঃ মামুন হোসেন, সহকারী শিক্ষক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মির্জাপুর, টাঙ্গাইল।

এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার, মির্জাপুর সার্কেল, মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রবীর কুমার চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার, মির্জাপুর কামরুজ্জামান (জামান), চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ১০নং গোড়াই ইউনিয়ন পরিষদ, মির্জাপুর, টাঙ্গাইল মোঃ মঈন উদ্দিন, অভিভাবক সদস্য, বিদ্যালয় পরিচালনা পর্ষদ। মোঃ তোফাজ্জল হোসেন, শিক্ষক প্রতিনিধি, প্রমুখ

এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড়, লং জাম্প, উচ্চ লাফ, বল নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল বুধবার(১২ ফেব্রুয়ারী) বিদ্যালয়ে সকাল ৯ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম আলম বলেন, “শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা প্রতিবছর এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দিচ্ছি।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সমন্বিতভাবে কাজ করেছেন। পুরো আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট