সোশ্যাল মিডিয়ায় আল্লাহ ও রাসুল (সা:) কে নিয়ে কুটক্তি কারী তেঁতুলিয়া উপজেলার কাজীপাড়ার গ্রামের মিন সাযেদ কাউসারের বিচারের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে তৌহিদ জনতা।
আজ সোমবার (১০ ফেব্রুযারী) বিকেল সাড়ে ৫ টায় তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা থেকে তৌহিদ জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, রোববার সোসাল মিডিয়ায় আল্লাহ ও রাসুল (সা:) কে নিয়ে কুটক্তি কারী তেতুলিয়া উপজেলার কাজী পাড়া গ্রামের কছির উদ্দীনের ছেলে মিন সাযেদ কাউছারকে অবিলম্বে গ্রেফতারে করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
এর আগে তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি কটুক্তি কারীর বাসায় যান।
সেখানে উপস্থিত সকলকে শান্ত থাকার আহ্বান জানান এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।