মনপুরা উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধা ৬ টায় ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনপুরা উপজেলা বিএনপির সভাপতি মো. সামস উদ্দিন বাচ্চু চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুবঃপ্রবর্তন। সাড়ে ১৬ বছর শোষণ করে দেশটা অর্থ শূন্য করে দিয়েছে আ.লীগ সরকার। হাজার হাজার কোটি টাকা লুট করে দেশ থেকে পালিয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। এখন আর দেশ থেকে নেওয়ার মত কিছুই নেই। দেশের জন্য দিতে হবে। তাহলেই দেশে এবং দেশের মানুষ উন্নত হবে। আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে কিছু দেওয়ার আহব্বান জানান তিনি।"
সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতব্বর , বিএনপি সাংগঠনিক সম্পাদক মো: মাহাবুবুল আলম শাহীন , এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, সহ প্রমুখ।
জনসভায় উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আগত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপুল উপস্থিতি দেখা যায়। সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদল নেতা শাজাহান।