কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে জয়পুরহাটে কালাই উপজেলা উদয়পুর ইউনিয়ন বাইগনী বাজারে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ইউনিয়ন পর্যায়ের কৃষক দলের উদয়পুর ইউনিয়ন বাইগনী বাজারে কৃষকদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়।
৮ই ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল ৫টায় জয়পুরহাট কালাই উদয়পুর ইউনিয়ন বাইগনী বাজারে কৃষক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলজার রহমান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ রানা প্রধান জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, কালাই উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইব্রাহিম হোসেন, যুগ্ন আহ্বায়ক মৌদুদ আলম, কালাই উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আমজাদ হোসেন, কালাই উপজেলা কৃষক দলের আহবায়ক জি এম বাবলু, কালাই উপজেলা কৃষক দলের সদস্য সচিব ছমির জালাল ্প্রমুখ।
রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপি আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার পরিচালনা করলে কৃষি ও কৃষকের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে। কৃষক কার্ডের মাধ্যমে ফসল উৎপাদনে সহায়তা প্রদান , সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। আরও বলেন, পাঁচ তারিকের আগে যারা দলে ছিল না, আবার কোন অনু প্রবেশকারী বা হাইব্রিডো নেতা আমার দলে ঢুকে নাম ভেঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে বা চাঁদাবাজি করবে তাদেরকে পুলিশের হাতে তুলে দেন।