নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে (পালকী সিনেমা হলের পার্শ্বে) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের নওগাঁ জেলা শাখার সভাপতি সাজ্জাদ হোসেন (সাজ্জাদ)। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন নিয়ামতপুর উপজেলা শাখার আহবায়ক সামসুল আলম ভুট্টু।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন নিয়ামতপুর শাখার সদস্য সচিব আফাজ উদ্দীন বকুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আব্দুল মতিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন মান্দা শাখার সভাপতি আব্দুল মান্নান, নিয়ামতপুর শাখার যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম প্রমুখ।
মোস্তাফিজুর রহমান বলেন, পল্লী চিকিৎসকরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে সেবা দিয়ে থাকেন। গ্রামের একটি লোক অসুস্থ হলে প্রথমে প্রাথমিক সেবা দিয়ে থাকেন পল্লী চিকিৎসক। তাদের অবদানের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।