জয়পুরহাটে কালাইয়ে আলুর নায্য মূল্যের দাবিতে ও হিমাগারে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কালাই বাসষ্ট্যান্ড চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে স্থানীয় কৃষকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে যায়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কালাইয়ের সমন্বয়ক তানিম সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন।
ছাত্র প্রতিনিধি মোস্তাক আহম্মেদ রাতুল,এহসান নাহিদ,শাহিনুর আলম,কৃষক আব্দুল গাফফার,মাহবুবুর রহমানসহ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, আলু তোলার ভরা মৌসুম এখনও আসেনিই। মাঠ জুড়ে এখন চলছে আগাম জাতের আলু তোলার কাজ। এরইমধ্যে হিমাগারগুলির আলু সংরক্ষণের বুকিং কার্ড শেষ হওয়ার ঘোষণা দিয়েছে হিমাগার কর্তৃপক্ষ। আলু ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের সাথে যোগসাজশ করে হিমাগার কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছেন। তাদের এ অসৎ উদ্দেশ্য কিছুতেই বাস্তবায়ণ করতে দেওয়া হবেনা। আমাদের দাবি, কৃষকদের চাহিদামাফিক হিমাগারে আলু সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কিছুতেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। আলু তোলার মৌসুম শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ, কৃষকদের আলু তোলা শেষ না হওয়া পর্যন্ত কৃষকদের জন্য হিমাগারে আলুর সংরক্ষেনের ব্যবস্থা চালু রাখতে হবে। এর কোন ধরণের ব্যত্যয় হলে, কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে ভবিষ্যতে বড় ধরণের কর্মসূচি দেওয়া হবে।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহানের কাছে একটি স্মারকলিপি জমাদেন কৃষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।