1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
নীলফামারীর ডোমারে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ কর্তৃক ৫ রোহিঙ্গাকে পুশইনের তথ‍্য জানাল বিজিবি মির্জাপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার-১ সৌদি আরব পৌঁছিয়েছেন ৪৪ হাজারের বেশি হজ্জ্ব যাত্রী  নিয়ামতপুরে গৃহবধূর ঝুলন্ত  মরদেহ উদ্ধার মির্জাপুরে পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২ বোয়ালমারীতে মৎস্যজীবীদের মাঝে গবাদি পশু বিতরণে অনিয়মের অভিযোগ মৎস্য কর্মকর্তার অপসারণ দাবি নীলফামারীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুদকের অভিযান নাগেশ্বরীতে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মির্জাপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জেলা শহরের বাসভবনে ভাঙচুরের পর আগুন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীসমর্থক ও ছাত্রজনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় অবস্থিত সাবেক রাষ্ট্রপতির এই বাসভবনটি বিক্ষুব্ধ ছাত্রজনতা ভাঙচুর করে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

এর আগে, সন্ধ্যা ৭ টার দিকে বিক্ষুব্ধ ছাত্রজনতা কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে এবং বুলডোজার দিয়ে কার্যালয়টি গুড়িয়ে দেয়। অন্যদিকে দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি চৌরাস্তার মোড়ে সাবেক রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামসহ চার নেতার নামে স্থাপিত ম্যুরালটি এস্কেভেটর দিয়ে ভাঙচুর করা হয়।
এছাড়াও বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদর বাজার মোড়ে স্থাপিত সাবেক চার রাষ্ট্রপতির ম্যুরাল ভাঙচুর করে বৈষম্যবিরোধী ছাত্রজনতা। এসময় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেনের মার্কেটের ব্যবসায়ীরা ভাঙচুর ও লুটপাটের ভয়ে দোকান থেকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করলে বিএনপির নেতৃবৃন্দ তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন যে, এখানে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
এক‌ই সময় দুপুরের দিকে জেলার পাকুন্দিয়া উপজেলা পরিষদ এলাকায় স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে বৈষম্যবিরোধী ছাত্রজনতা। অপরদিকে গতকাল রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। পরবর্তীতে বিক্ষুব্ধ ছাত্রজনতা বিভিন্ন শ্লোগান দিয়ে পাশের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট