গাজীপুর কালীগঞ্জের বাহাদুরসাদী এলাকার বাহাদুরসাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ দৌলা নারীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতার হাতে আটক হন! পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাহাদুরসাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ দৌলা সম্প্রতি তার বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবে অনুতোস কর নামে একজনকে নিয়োগ দিয়েছেন। তার স্ত্রী প্রিয়াংকা দে’র সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিলো সিরাজ দৌলার। আর এই সম্পর্ককে স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য স্বামীকে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে অনুতোস করের অনুপস্থিতিতে সিরাজ দৌলা ওই নারীর বাড়িতে যান। পরবর্তীতে, অনুতোস করের স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দু’জনকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ এসে তাদের ঘটনাস্থান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
স্থানীয় একাধিক সূত্রের দেয়া তথ্য মতে, বহুদিন ধরে তাদের দুজনের মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছিল। ওই নারীকে সার্বক্ষণিক কাছে পাওয়ার লোভে তার স্বামীকে অবৈধভাবে স্কুলে খন্ডকালীন শিক্ষকের চাকরি দেন অভিযুক্ত প্রধান শিক্ষক ও বাহাদুরসাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ দৌলা। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা অনুতোষ করের বাড়ির পাশে পাহারা দিতে থাকে। আজ তাদের আপত্তিকর অবস্থায় আটক করে।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আলাউদ্দিন বলেন, দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, তাদের দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি পূর্ণ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।