1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ:
প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে হেনস্তা ধামইরহাটে ৬টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন লক্ষ্মীপুর সদরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ওষুধ সরবরাহ নিয়ামতপুরে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ভূরুঙ্গামারীতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ লৌহজং নদীর উপর পায়েহাঁটার সেতু নির্মাণে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষের আপত্তি নেই চেঁচুরিয়া প্রসাদ হিমাগারে ওজনে কারচুপির অভিযোগ: কৃষক ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ  মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা আটক করেছে স্থানীয় ব্যবসায়ী ও জনগণ আশুলিয়ায় ১২ বছরের শিশু জীবনকে অপহরণ করে গলা কেটে হত্যা, ঘাতক রব্বানী গ্রেপ্তার পাবনায় কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মেলায় চলছে প্রতারণা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সঙ্ঘবদ্ধ চক্র

নীলফামারী প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সঙ্ঘবদ্ধ চক্র। রংপুরে চলমান গ্রামীণ ও কুটির শিল্প মেলায় চলছে প্রতারণা মেলার নামে প্রকাশ্যে লটারির টিকিট বিক্রি করা হচ্ছে।

যা রংপুরের প্রতিটি উপজেলায় পৌঁছে গেছে।
প্রায় শতাধিক অটোরিক্সার মাধ্যমে মাইকিং করে এসব টিকিট বিক্রি করা হচ্ছে।

অবিশ্বাস্য হলেও সত্য ২০ টাকার মূল্য এই টিকিটের  গায়ে লটারি কোন সঠিক তথ্য দেওয়া নেই। বরং তাতে লেখা রয়েছে রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা ২০২৫ এর প্রবেশ টিকিট।

অথচ এই প্রবেশ টিকিট লটারি টিকিট হিসেবে বিক্রি হচ্ছে রংপুর সহ আশেপাশের জেলাগুলোতে।
যার ফলে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা।

পুরস্কারের লোভে অনেকদিনমজুর টিকিট কিনে নিঃস্ব হচ্ছেন। আশা নিয়ে টিকিট কেনার পর তারা বুঝতে পারছেন এটি আসলে প্রতারণা। রংপুরের এই মেলায় প্রকাশ্যে  চলছে প্রতারণা নিঃস্ব হচ্ছে শত শত মানুষ।
রংপুর জেলা প্রশাসকের কাছে এই বিষয়টি জানানো হলে তিনি বলেন, আমরা সেপারেট টাইম সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি আপনারা একটু ফোনে কথা বলেন তো।

এ বিষয়ে মেলা কতৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা স্পষ্ট ভাবে কোনো সঠিক তথ্য দিতে পারেন নি।
রংপুর ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার  নুরে তাসলিম এর কাছে অত্র মেলার সংশ্লিষ্ট বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ক্যান্টনমেন্ট বোর্ডের এই মেলার সাথে কোন সংশ্লিষ্টতা নেই।

সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছেন এভাবে যদি চলতে থাকে তবে প্রশাসনের প্রতি মানুষের বিশ্বাস উঠে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট