1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপ খাদে নিহত ৩

কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে ভোরে কাঁচামালবাহী পিকআপ (ঢাকা মেট্রো ন-১২৩০৬৫) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টায় আজমতপুর ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের মৈশাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আল আমিন খুলনা বালিয়াডাঙ্গার সোনার বাংলা গলির  আ: সুবহান মোড়লের ছেলে। বাকি ২ জনের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ওসি বলেন, আনুমানিক ভৈরব অথবা নরসিংদী থেকে কাঁচামাল নিয়ে পিকআপটি গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিলে, আজমতপুর ইটা খোলা আঞ্চলিক মহাসড়কের মৈশাইর এলাকায় পৌঁছলে পিকআপে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।

তিনি আরো বলেন, নিহতদের লাশ তারা ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট