1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা ৭টির ইটভাটা প্রশাসন গুড়িয়ে দিল

টাঙ্গাইল প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা সেই ৭টি ইটভাটা আবারও গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার গোড়াই ও বহুরিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে ভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম।

অভিযানে বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বি এন্ড বি ব্রিকস, সান ব্রিকস ও রান ব্রিকস নামের ৭টি ইটভাটা গুড়িয়ে দেওয়া সহ এইচএসবি নামক একটি ইটভাটা মালিককে যথাযথ কাগজপত্র না থাকায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

বিগত দুই মাসের মধ্যে তৃতীয় বারের মতো ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করলো পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। গত ৯ জানুয়ারি অভিযান পরিচালনা করে ইটভাটাগুলো গুড়িয়ে দেয়া হয়। কিন্তু ইটভাটার মালিকরা নির্দেশ অমান্য করে পুনরায় চিমনি স্থাপনের মাধ্যমে ইটভাটার পুনরায় পোড়ানোর কার্যক্রম শুরু করে। এর আগে গত ১২ ডিসেম্বর অভিযান পরিচালনা করে ইটভাটাগুলোকে মোট ২৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও বন্ধের নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

এই সময় টাঙ্গাইল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিঞা মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর প্রমুখসহ পুলিশ ও সেনাবাহিনীর টিম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট