1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

চিলাহাটিতে দুইদিনব্যাপী জুলাই স্মৃতি শিক্ষামেলার শুভ উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে স্বপ্নতরী লাইব্রেরির উদ্যোগে দুইদিন ব্যাপী জুলাই স্মৃতি শিক্ষা মেলা-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩০শে জানুয়ারী চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে স্বপ্ন তরী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নতরী লাইব্রেরী আয়োজনে শিক্ষা মেলাটির শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,‌ সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলায় সাধারণ শিক্ষার্থীদের অংশ গ্রহণের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্টলগুলোতে উন্নত নগর পরিকল্পনা, সূর্যকে কাজে লাগিয়ে কারখানা পরিচালনা, হাসপাতালের সেবার মানোন্নয়ন বৃদ্ধি সহ বিজ্ঞান ও প্রযুক্তির নানান ধরনের প্রকল্পের চিত্র প্রদর্শন করা হয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে জুলাই বিপ্লবের স্মৃতিকথা সম্পর্কিত ছড়া ও কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা। এবং জুলাই বিপ্লবে নিহত ও আহতদের ছবিসমগ্র মেলায় প্রদর্শনী আকারে সকলকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

জুলাই স্মৃতি মেলার আয়োজকরা জানান, জুলাই স্মৃতি শিক্ষা মেলাটি শুক্রবার ৩১শে জানুয়ারী পর্যন্ত চলবে। মূলতঃ জুলাই বিপ্লবকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্বপ্নতরী ফাউন্ডেশনের অধিভুক্ত প্রতিষ্ঠান স্বপ্নতরী লাইব্রেরী মেলাটির আয়োজন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট