1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নদীভাঙনের মুখে শহীদের সমাধি, সংরক্ষণের দাবি পরিবার ও এলাকাবাসীর এতিম শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পোশাক বিতরণ অনুষ্ঠানেঃ ডিসি টাংগাইল জেলা প্রশাসকের সাথে নীলফামারী রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাসুদ রানা গ্রেফতার পাবনায় চরমপন্থী দলের নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে বাকেরগঞ্জে সড়ক অবরোধ  ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে গেট নির্মানে অনিয়ম নিয়ামতপুরে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সাভারে পৃথক স্থান থেকে ২ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার  নীলফামারীতে অর্থের বিনিময়ে নতুন লোকজনদের অন্তর্ভুক্তের প্রতিবাদে সুবিধাভোগীদের মানববন্ধন 

সরকারি ঘর পাইয়ে দিতে টাকা নেওয়ার অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে

বদলগাঁছী (নওগাঁ) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

নওগাঁর বদলগাছীতে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে এক গরীর-অসহায় ব্যক্তির নিকট থেকে ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ও পরিচয় দানকারী এক বিএনপি নেতার বিরুদ্ধে।

গতকাল বদলগাছী থানায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী তসলিম উদ্দিন (৬৩) উপজেলার কোলা ইউপির কেশাইল গ্রামের মৃত নিলচাঁদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বদলগাছীর কোলা ইউপির কেশাইল গ্রামের ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সফিউল ইসলাম সাবু ও বিএনপি নেতা সুহেল রানা নিজেকে বিএনপির বড় নেতা পরিচয় দিয়ে বলে তার হাতে বিএনপির আরো অনেক বড় বড় নেতা রয়েছে। এমন প্রলোভন দিয়ে
গুচ্ছ গ্রামে সরকারি ঘর বাড়ি পাইয়ে দিবেন বলে ভুক্তভোগীর কাছ থেকে ২৫ হাজার টাকা নেয়। কিন্তু ঘটনার ৩ মাস পার হলেও এখনো পর্যন্ত সরকারী ঘর বাড়ি দিতে পারেনি। সেজন্য বাধ্য হয়ে ভুক্তভোগী টাকা ফেরতের জন্য বললে বিভিন্ন তালবাহানা শুরু করেন।
এমতাবস্থায় গত ১৫ জানুয়ারি আনুমানিক সকাল সাড়ে ১০ ঘটিকার সময় ভুক্তভোগীর বাড়ির সামনে বিএনপির অভিযুক্ত নেতাদের দেখতে পেয়ে টাকা ফেরত চাইলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও খুন জখমের হুমকি প্রদান করেন ঐ কৃষকদল নেতা ও বিএনপি নেতা পরিচয় দানকারী ব্যক্তি।

ভুক্তভোগী তসলিম উদ্দিন ও তার স্ত্রী বলেন, আমরা গরীব মানুষ দিন আনি দিন খায়, আমার বেড়ার বাড়িতে খুব অসহায় দিনযাপন করি। গত ৩ মাস আগে একদিন রাস্তায় দেখা হয়ে সুহেল এবং সাবুর সঙ্গে ভালো-মন্দ কথা বলার একপর্যায়ে আমাকে একটি সরকারি ঘর দেওয়া কথা বলে এবং ঘরের জন্য ৩৫ হাজার দেওয়া লাগবে বলে। আমি বাড়িতে এসে পরিবারের সাথে আলোচনা করে ধার দেনা করে সুহেলকে আমার বাড়ির সামনে ২৫ হাজার টাকা দিয়েছি। কিন্তু ৩ মাস পার হলেও এখনো তারা কোন ঘর দিতে পারেনি। আমি টাকা ফেরত চাইলে তারা বড় বড় নেতার কথা বলে তালবাহানা করে।

এ বিষয়ে অভিযুক্ত কৃষকদল নেতা সফিউল ইসলাম ও সোহেল রানার জানান, অভিযোগ সম্পর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এ বিষয়ে কিছুই জানি না। ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানো হচ্ছে।

বদলগাছী থানা অফিসার ইনচার্জ ওসি শাহ্ জাহান আলী জানান ,আমি একটি মামলার সাক্ষী দিতে থানার বাহিরে ছিলাম জন্য অভিযোগের বিষয়টি বলতে পারব না। তবে অভিযোগ করলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট