বরিশালের বাকেরগঞ্জে শুক্রবার রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন সেনা সদস্যের স্ত্রী ও একজন কলেজ ছাত্র নিহত হয়েছে। সুত্রে জানা যায়, ক্যান্টনমেন্টে ৪৪ বীর ইউনিটে কর্মরত ল্যাঃ কর্পোরাল মোঃ বুলবুল শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সপরিবারে মোটরসাইকেল যোগে লেবুখালী ক্যান্টনমেন্ট বাজার থেকে বাসায় যাওয়ার পথে দুধলমৌ বাসস্ট্যান্ড সংলগ্ন সাইনবোর্ড নামক স্থানে পটুয়াখালী থেকে ঢাকাগামী সাকুরা পরিবহন সেনা সদস্যর মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দেয়।
ঘটনাস্থলে সেনা সদস্যর স্ত্রী হোসনে আরা (৩২) মারা যায়। স্থানীয়রা তাকে (৩৫) ও তার ছেলে আদিয়ান (২ বছর ৬ মাস) কে আহত অবস্থায় উদ্ধার করে ইজি বাইক যোগে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে রাত ১১. ৪৫ মিনিটে ঢাকা সিএমএইচ প্রেরণ করেন।
নিহত সেনা সদস্য বুলবুল হলেন ঢাকা জেলার ধামরাই থানার বাসিন্দা ও লেবুখালী ক্যান্টনমেন্টের কর্মরত ল্যাঃ কর্পোরাল। অপরদিকে শুক্রবার রাত ১১টার সময় উপজেলার দুধল জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী মো: ফয়সাল (১৮) চরামদ্দি ইউনিয়নের মাঝের ব্রিজ নামক স্থানে বাইক দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছে।
এসময় ওই কলেজের আরও ২ জন ছাত্র মুশফিক ও রাকিব গুরুতর আহত হয়। তাদের দুইজনের অবস্থাও আশংকাজনক। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।