1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের এক শিশুর জীবন বাঁচাতে আকুল আবেদন বিমান দুর্ঘটনায় শহিদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের ফরিদগঞ্জ এলপিজি স্টেশনে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক পরিবার ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ- নাহিদ ইসলাম ভোটের সময় প্রতিশ্রুতি স্বাধীনতার পরে সংস্কার হয়নি ১কিঃ রাস্তা  মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

মির্জাপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার অত্যাচারে এলাকাবাসির মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জিহক খান রুদ্র ও তার বাহিনীর অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে এলাকাবাসি মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

জিহক খান রুদ্র ও সন্ত্রাসী বাহিনী সরকারী খাস রেকর্ডভুক্ত জমি অবৈধ ভাবে দখল করে রাস্তা বন্ধ করে দেওয়ার অবরুদ্ধ এলাকাবাসি এই মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ।

এলাকাবাসী গ্রেফতারের দাবী জানিয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়নের গোড়াই-সখীপুর রোড সংলগ্ন সৈয়দপুর এলাকায় এ মানবন্ধনসহ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সৈয়দপুরসহ আশপাশের এলাকাবাসি এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
ঘন্টা ব্যাপি মানবন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জিহক খান রুদ্র ও তার বাহিনীর অত্যাচার নির্যাতনের শিকার আবুল কাশেম, আরিফ হোসেন, নুর মোহাম্মদ, আব্বাছ মিয়া, শাজাহান মিয়া, নজরুল ইসলাম, আব্দুল আলীম, সুফিয়া বেগম ও আনোয়ারা বেগম প্রমুখ।

প্রশাসন থেকে তাদের অবিলম্বে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসুচীর ঘোষনা দিয়েছে মানববন্ধনে আসা ভুক্তভোগি নির্যাতনের শিকার এলাকাবাসি। প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগিরা অভিযোগ করে যে,গোড়াই-সখীপুর –ঢাকা রোড সংলগ্ন ৭০ শতাংশ জমি বিদ্যালয় ও সরকারি খাস খতিয়ান ভুক্ত। সৈয়দপুর এলাকার মৃত আব্দুল মজিদ খানের ছেলে মৃত মো. আজম খান (৫৫), আজম খানের ছেলে আজগানা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ছাত্রলীগ নেতা জিহক খান রুদ্র, আওয়ামীলীগ নেতা আনোয়ার মাস্টারসহ কতিপয় প্রভাবশালী ব্যক্তি বিদ্যালয় ও সরকারি খাস খতিয়ানভুক্ত ২৪ শতাংশ জমি দীর্ঘ দিন ধরে দখল করে পাকা ভবন নির্মান ও রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেয়।

রুদ্র খান ও তার সন্ত্রাসী বাহিনী রাতের আধারে রাস্তা দখল করে দোকান নির্মান করছে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চলাচল করতে না পেরে চরম বিপাকে পরে এলাকাবাসি। গত এক মাস ধরে অবরোদ্ধ বলে জানায়। তাকে বারবার নিষেধ করা সত্তে ও তিনি পাকা ভবন নির্মান থেকে বিরত না হওয়ায় সরকারি জমি রক্ষা ও রাস্তা উদ্ধারের জন্য এলাকাবাসি সহকারি কমিশনার ভুমি অফিস, সেনাবাহিনীর কমান্ডার, ইউএনও অফিস এবং মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এ নিয়ে স্থানীয় শিক্ষানুরাগী নুর মোহাম্মদ ও স্থানীয় গনমাধ্যমকর্মী মোশারফ হোসেন প্রতিবাদ জানালে ভুমিদস্যু চক্রটি তাদের নামে মিথ্যা বানোয়াট কয়েকটি অভিযোগ দিয়ে হয়রানী করছেন। উপজেলা প্রশাসন থেকে সহকারী কমিশনার মাসুদর রহমান, সার্ভেয়ার ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরকারি জমি উদ্ধারসহ অবৈধ স্থাপনা বেঙ্গে ফেলার দুই দিন সময় দেন। তারপরও প্রভাবশালী মহল স্থাপনা ভেঙ্গে ফেলেনি। ফলে যাতায়াত করতে না পেরে চরম বিপাকে পরেছে এলাকাবাসি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না বেগম বলেন যে, এলাকার একটি প্রভাবশালী মহল বিদ্যালয়ের জমি ও রাস্তা দখল করে রেখেছে। বিদ্যালয়ের জমি উদ্ধার ও রাস্তা দখল মুক্ত করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।

সহকারী পুলিশ সুপার, এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন যে, আমরা যতটুকু জানতে পেরছি এবং সরজমিনের যেটুকু দেখা গেছে এবং সরকার পক্ষের একটা জমি নিয়ে একটা বিরোধ আছে। সরকার পক্ষের একটা খাস জমি এখানে ইনভোল্ট যে কারণে কোটে একটা মামলা চলমান আছে। আইন শৃঙ্খলার কোন অবনতি সংজ্ঞা দেখা দেয় সে ক্ষেত্রে আমরা দ্রুত ব্যবস্থা নেব।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি জিহাদ খান রুদ্র, এই জমিতে যদি প্রশাসনের কোন লোক আসে খাম্বার সাথে বাঁধিয়া রাখিয়া আমাকে খবর দিবেন। সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন যে, এ ব্যাপারটা আমাদের সরাসরি জানা নেই। যদি এ বিষয়ে কোনো এভিডেন্স থাকে আপনারা আমাকে দিবেন। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট