বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন বলেছেন, “বিগত দিনে রাজনৈতিক দলগুলো দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে” ভিপি নুরুল হকের নেতৃত্বে প্রতিষ্ঠিত গণঅধিকার পরিষদ মানুষের প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে সারাদেশে প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছে।
সোমবার বিকেলে মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্ধোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জহিরুর ইসলাম, মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. সোহেল মিয়া মির্জাপুর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মো:সোহাগ দেওয়ান প্রমুখ।
প্রধান অতিথি তোফাজ্জল হোসেন তাঁর বক্তৃতায় বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলম নির্যাতনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের শুরু হয়েছিল ভিপি নুরুল হকের নেতৃত্বে। তিনি দেশের মানুষের প্রত্যাশা উপলব্দি করতে পেরে ফ্যাসিস্ট সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে ছাত্র জনতা নিয়ে রাজপথে নেমেছিলেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় দেশ আজ স্বৈরশাসনের হাত থেকে মুক্ত হয়েছে। মানুষের প্রত্যাশা পূরণে ভিপি নুরুল হকের নেতৃত্বে যে রাজনৈতিক পথচলা শুরু হয়েছে, সেই পতাকা তলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে ছাত্র, যুব ও শ্রমিকঅধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।