ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানি এলাকায় সড়ক দুর্ঘটনায় মিলন মিয়া (২৮) নামে একজন পিকআপ চালক নিহত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন সাভার উপজেলার কলমা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন।
পুলিশ জানায়, পিক-আপ চালক মিলন টাঙ্গাইলের মধুপুর এলাকা থেকে শনিবার রাত ১০টায় মুরগিবোঝাই পিকআপ ও দুজন সহযোগী নিয়ে সাভারের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানি এলাকায় পৌঁছানোর পর তিনি মহাসড়কে একটি ত্রিপল দেখতে পান। মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে ত্রিপলটি নিতে গেলে একটি গাড়ি তাকে চাপা দেয়। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও চালক মিলন গাড়িতে না আসায় তার সহযোগীরা গাড়ি থেকে নেমে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে হলে, তাকে শেখ ফজিতন্ননেশা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো:সালাহ উদ্দিন বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। প্রাথমিকভাবে ডাকাত দলের সদস্যরা তাকে কুপিয়ে জখম করেছে- এমনটি ধারণা করা হলেও ডাক্তারি চিকিৎসার মাধ্যমে জানা যায়, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।