১৬ ডিসেম্বর ২০২৪ ইং মহান বিজয় দিবস উপলক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় মির্জাপুর উপজেলা প্রাঙ্গনে এবিএম আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মির্জাপুর উপস্থিতিতে স্বাধীনতা যুদ্ধ , মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মেজর সাদিকুল ইসলাম, ক্যাম্প কমান্ডার মির্জাপুর আর্মি ক্যাম্প, মাসুদুর রহমান, (এসিল্যান্ড) উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী সহকারী পুলিশ সুপার, মির্জাপুর সার্কেল।
ডাঃ মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোছাঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা শিক্ষা কর্মকর্তা, মোবারক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মোঃ মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জাপুর থানা, এ্যাডভোকেট আব্দুর রউফ, ভারপ্রাপ্ত সভাপতি মির্জাপুর উপজেলা বিএনপি, মোঃ আবুল কাসেম জামায়াতের সেক্রেটারি, মির্জাপুর উপজেলা, সহ অত্র উপজেলার বীর মুক্তিযোদ্ধা, ও অন্যান্য গুনীজনরা উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মাধ্যমে মহান বিজয় দিবস অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় ।
আরো জানা যায় যে, মহান বিজয় দিবস উপলক্ষে আজ বিকেলে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। এবিএম আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।