1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
তালতলীতে বিএনপি’র অফিস আওয়ামীলীগের দখলে রাজাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের এক শিশুর জীবন বাঁচাতে আকুল আবেদন বিমান দুর্ঘটনায় শহিদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের ফরিদগঞ্জ এলপিজি স্টেশনে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক পরিবার ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ- নাহিদ ইসলাম ভোটের সময় প্রতিশ্রুতি স্বাধীনতার পরে সংস্কার হয়নি ১কিঃ রাস্তা 

নওগাঁ বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রহস্যজনক চুরি

বলদগাঁছী (নওগাঁ) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

নওগাঁ বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাতের আঁধারে রহস্য জনক চুরির ঘটনা ঘটেছে। এমন ঘটনায় হাসপালের কর্তৃপক্ষের উদাসীনকে দায়ী করছেন সচেতন মহল।

বুধবার (৪ ডিসেম্বর) রাতের প্রথম প্রহরের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত চুরির ঘটনা ঘটে বলে সিসি টিভি ফুটেজ মারফত জানা যায়। সিসিটিভি ফুটেজে মুখ বাঁধা অবস্থায় দুইজন ব্যক্তিকে কিছুক্ষনের জন্য দেখা গেলেও পরবর্তীতে আর কিছুই দেখা যায়নি।

সরেজমিনে গেলে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী ও ভারপ্রাপ্ত ক্যাশিয়ারের রুমের দরজার লগ ভাঙা ছিল এবং রুমের ভিতরে আলমারি কৌশলে ভাঙা ছাড়াই খোলা হয়েছে। তবে হাসপাতালে প্রবেশের উত্তরমূখী ও আভ্যন্তরীণ পশ্চিম মেইন গেটের তালা ঝুলানোই ছিল। সিসিটিভি ক্যামেরা উল্টো করা রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রধান সহকারীর আলমারি থেকে ২ লক্ষ ২৫ হাজার ৮৮ হাজার টাকা নেওয়া হয়েছে। এবং ভারপ্রাপ্ত ক্যাশিয়ারের আলমারি থেকে টিকিটের ৩৭ হাজার ৬’শ ৫০ টাকা ও ইউজার ফ্রি ৬৫ হাজার ৮’শ ৬০ টাকা চুরি করা হয়েছে।

২ জন নৈশপ্রহরী থাকা সত্ত্বেও হাসপাতালে চুরি হয় বিষয় টি রহস্য জনক বলে অভিযোগ করেছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী।

এদিকে স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করে অভিযোগর সুরে বলেন, নৈশপ্রহরীরা তাদের কর্তব্যের সময় হাসপাতালের অন্য কক্ষে ঘুমিয়ে থাকে। তবে অভিযোগ অস্বীকার করে নৈশপ্রহরী গোলাম রব্বানী ও বেলাল হোসেন বলেন, রাত্রিকালীন পাহারার সময় জরুরি বিভাগ ও গ্যারেজের দিকে দায়িত্ব পালন করেছি। কখন চুরি হয়েছে কে চুরি করেছে এ বিষয়ে আমরা কিছুই জানিনা। পরে ডিউটি শেষ করে সকালে বাড়ি চলে এসেছি।

ভারপ্রাপ্ত ক্যাশিয়ার আবুল কালাম আজাদ জানান, আমি প্রতিদিনের মতো গতকালও আলমারি বন্ধ করে রুমের দরজায় তালা দিয়ে বাসায় চলে আসছি। আজকে অফিসে এসে দেখি দরজার লগ ভাঙা এবং আলমারি খোলা রয়েছে শুধু টাকা নেই।

চুরির বিষয়ে প্রধান সহকারী আ. সালাম বলেন, আমার অফিস রুমের দরজার লগও ভাঙা ছিল। ভিতরে গিয়ে আলমারি খোলা দেখতে পায়। আলমারিতে রাখা ভ্যাকসিনের নগদ অর্থ উধাও।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কানিজ ফারহানা জানান, চুরির ঘটনাটি রহস্যজনক, আমাদের আরো কি কি চুরি হয়েছে এ বিষয়ে একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হচ্ছে। আপাতত আলমারি থেকে নগদ টাকা চুরির বিষয়ে জানা গেছে। হাসপাতালের কেউ যদি জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কথা হলে বদলগাছী থানা অফিসার ইনচার্জ ওসি শাহ্জাহান আলী বলেন, প্রথমিক অভিযোগ পেয়েছে এবং থানা পুলিশ চুরির ঘটনা তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে চুরির ঘটনায় সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট