1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নীলফামারীর ডোমারে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ কর্তৃক ৫ রোহিঙ্গাকে পুশইনের তথ‍্য জানাল বিজিবি মির্জাপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার-১ সৌদি আরব পৌঁছিয়েছেন ৪৪ হাজারের বেশি হজ্জ্ব যাত্রী  নিয়ামতপুরে গৃহবধূর ঝুলন্ত  মরদেহ উদ্ধার মির্জাপুরে পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২ বোয়ালমারীতে মৎস্যজীবীদের মাঝে গবাদি পশু বিতরণে অনিয়মের অভিযোগ মৎস্য কর্মকর্তার অপসারণ দাবি নীলফামারীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুদকের অভিযান নাগেশ্বরীতে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মির্জাপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

সাম্প্রদায়িক দাঙ্গার পায়তারা চালাচ্ছে-রংপুরে জোনায়েদ সাকি

  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে

ইসকনের ব্যানারে আওয়ামী দোসোররা দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। একই সাথে স্বৈরাচার হাসিনা বিদেশীদের পায়ে ধরে ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশকে নিয়ে এখন গভীর ষড়যন্ত্রে মেতেছে বলেও জানান তিনি।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে গণ সংলাপে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলার পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার ওপর দৃষ্টি দেয়ার আহ্বান জানান। দেশে গণতন্ত্র কায়েম করতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন করে সংবিধানের প্রয়োজন বলেও জানান সাকি। একই সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে নির্বাচন দেয়ার বিষয়েও কথা বলেন তিনি।সাকি আরও বলেন, রংপুরের বীর সন্তান আবু সাঈদ তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ১৬ বছরের ভয় ও ত্রাসের রাজত্ব ভেঙে দিয়েছে।

মানুষকে উপহার দিয়েছে মুক্ত একটি দেশ। তাই আওয়ামী সরকারের আমলে সকল হত্যাকান্ডের বিচার দাবি করেন তিনি। সংলাপে প্রধান বক্তার বক্তব্যে তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক শক্তি গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে।

এছাড়াও ২৪ এর গণ অভ্যুত্থান বেহাত না করতেও ছাত্র জনতাসহ সকলকে ঐক্যে শক্তি গড়ে তোলার আহ্বান জানান গত সংহতি আন্দোলনের এই নেতা। পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই’ এই শ্লোগানে সংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখা।

এতে সংগঠনটির বিভাগের আট জেলার নেতাকর্মীরা অংশ নেন।জোনায়েদ সাকি ছাড়াও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সংলাপে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ কৃষক মজুর সংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আন্দোলনের রংপুর জেলা আহ্বায়ক তৌহিদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট