কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সমগ্র এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা আদেশ জারি করা হয়েছে। সোনাহাট স্থলবন্দর এলাকায় ২৮.১১.২০২৪ তারিখে একই স্থানে একই সময়ে বিএনপি ২টি গুরুপের মধ্যে থেকে সবা-সমাবেশ আহ্বান করা হয়েছে। উক্ত সমাবেশ ঘিরে সমগ্র ভূরুঙ্গামারী উপজেলায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
এর ফলে আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতি হওয়ার সম্ভবনা হওয়ায় সার্বিক আইন – শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট মোঃ গোলাম ফেরদৌস এ আদেস জারি করেন।
সমগ্র ভূরুঙ্গামারী এলাকায় ২৮.১১.২০২৪ তারিখ সকাল ৮ ঘটিকা হতে রাত ১২.০০ ঘটিকা পযর্ন্ত ফৌজদারী ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করেন।
এ সময় ভূরুঙ্গামারী এলিকায় সকলপ্ প্রকার আগ্নেয়াস্ত্র বহনও প্রদর্শন,লাঠি বা দেশিয় কোন অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোন মাইকিং বা শব্দযন্ত্র ব্যাবহার, ৫ (পাঁচ) বা অধিসংখ্যাক ব্যাক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
তিনি ২৭ নভেম্বর ২০২৪ তার স্বাক্ষরিত স্মারক নম্বর :০৭.৪৭.৪৯০৬.০০০.০১.০০৮.২৪-১১২৬ (৯) মারফত এ আদেশ জারি করেন।