1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
কমলনগরে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি বিরামপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য সহ মাদক ব‍্যবসায়ী আটক সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কাঠালিয়া প্রেসক্লাবের মানববন্ধন লক্ষ্মীপুর সদরে অবৈধ বালু উত্তোলনে অভিযান পারিবারিক কলহের জেরে স্ত্রী’র হাতে স্বামী আহত থানায় অভিযোগ নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন বন্ধে ১৪ কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ বিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সম্মাননা প্রদান সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নিয়ামতপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন সাংবাদিক আনোয়ার এর উপরে হামলা ও তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে কাশিমপুরে মানববন্ধন

কোটি টাকার রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর হতে খাটিয়ারহাট সড়ক নির্মাণ কাজে নিম্নমানের ইট-খোয়া-বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। রাস্তায় এমন নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দেখেও দেখছে না। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার এই রাস্তাটি ১১৭০ মিটার সংস্কার করার জন্য ১ কোটি ৭ লাখ ৬২ হাজার ৪২৬টাকা বরাদ্দ দেয়া হয়। টাঙ্গাইল ঘাটাইলের ঠিকাদারি প্রতিষ্ঠান আনিকা কনস্ট্রাকশন এন্ড বিল্ডার্স নামের প্রতিষ্ঠানটি এই কাজটি করছেন।

সরেজমিন গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তার বিভিন্ন অংশে নিম্নমানের ইট-খোয়া ব্যবহার করা হচ্ছে। রাস্তায় এমন নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দেখেও দেখছে না। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী আরো বলেন, শুরু থেকেই তারা কাজের মান নিয়ে আপত্তি করছেন। কিন্তু ঠিকাদারের লোকজন গ্রামের লোকজনকে হুমকি দেন। নিম্নমানের নির্মাণ সামগ্রী তথা ইট, খোয়া ও বালির ব্যবহার করার কারণে রাস্তা নির্মিত হওয়ার অল্পদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে এমন আপত্তি জানান।

ঠিকাদার আতিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি।

মির্জাপুর এলজিইডির প্রকৌশলী মনিরুল সাজ রিজন জানান,আমি জানতে পেরেছি রাস্তাটিতে খারাপ খোয়া ব্যবহার করা হয়েছে।বিষয়টি দেখতে সেখানে আমরা একজন অফিসার পাঠাই এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।পরবর্তীতে খারাপ খোয়া সরিয়ে ভালো খোয়া দিতে বলি এবং ঠিকাদারকে বলে দেই এরকম কাজ যেনো না হয়। রাস্তাটির কাজ চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট