পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন উপজেলা নির্বাহী অফিসারের শুন্যতা শেষে নাবাগত উপজেলা নির্বাহী অফিসার যোগদান করেই পরিচিত সভার আয়োজন করে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০-৩০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন হল রুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নিবার্হী অফিসার , মোঃ মাহামুদুল হাসান। পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন ,ক্যাম্প কমান্ডার দেবীগঞ্জ ইমজামামুল আমিন , সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তুরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ , বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার বসুনিয়া, জিয়া পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মুস্তাফিজুর রহমান, আহবায়ক দেবীগঞ্জ উপজেলা যুবদল মুশফিকুর রহমান রাজু সহ মুক্তি যোদ্ধাগন ,উপজেলার বিভিন্ন দফতরের দফতর প্রধানগণ, ১০ টি ইউনিয়নের চেয়ারম্যানগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সাংবাদিক , বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ও সমাজের বিভিন্ন স্তরের সামাজিক ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তিগন উপস্থিত ছিল।
পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে নবাগত উপজেলা নিবার্হী অফিসার মোঃ মাহামুদুল হাসান বলেন , নতুনরূপে দেবীগঞ্জ উপজেলা কে গড়ার জন্য সকলকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সকল সমস্যার সমাধান করা সম্ভব । আগামীতে আমরা উন্নয়নের গতিকে আরও বেশি তরান্বিত করতে পারবো।
তিনি উপজেলার সকল কর্মকান্ডে প্রশাসনকে সহযোগীতা করার জন্য সাংবাদিকসহ সকলের প্রতি আহবান জানান ।
উক্ত সময় প্রতিটি মানুষ কে সকল প্রকার সহযোগীতা করার আশ্বাসও দেন এই নবাগত উপজেলা নিবার্হী অফিসার।