1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
কমলনগরে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি বিরামপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য সহ মাদক ব‍্যবসায়ী আটক সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কাঠালিয়া প্রেসক্লাবের মানববন্ধন লক্ষ্মীপুর সদরে অবৈধ বালু উত্তোলনে অভিযান পারিবারিক কলহের জেরে স্ত্রী’র হাতে স্বামী আহত থানায় অভিযোগ নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন বন্ধে ১৪ কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ বিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সম্মাননা প্রদান সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নিয়ামতপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন সাংবাদিক আনোয়ার এর উপরে হামলা ও তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে কাশিমপুরে মানববন্ধন

অনির্দিষ্টকালের জন্য ধর্মঘাটের ডাক দিয়েছে বিনিময় পরিবহন 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল-ধনবাড়ী রুটে অনির্দিষ্টকালের জন্য বিনিময় পরিবহনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল-ধনবাড়ী রুটে চলাচলকারী বিনিময় পরিবহনের বাস প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রাণ হারিয়েছেন অসংখ্য যাত্রী। সর্বশেষ গত ১৯ নভেম্বর টাঙ্গাইলের মধুপুরে বিনিময় বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার জন নিহত হন।

এ ঘটনার পরপরই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধনে বিনিময় পরিবহনের বাস চলাচল বন্ধের দাবি জানান। পরে তারা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিনিময় পরিবহনের বাস চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

তবে, পূর্ব ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ ঘোষণা করায় ক্ষোভ করায় প্রকাশ করেছেন অনেকে।

ধনবাড়ী শহরের আবু সাঈদ বলেন, ঢাকা যাব জরুরি কাজে। সকালে বাসস্ট্যান্ডে এসে দেখি, বিনিময় পরিবহনের বাস চলাচল বন্ধ। তাই বাধ্য হয়ে লোকাল বাসে ঢাকা যাচ্ছি। ঘোষণা দিয়ে বাস চলাচল বন্ধ করলে মানুষের হয়রানি কম হতো।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বেপরোয়া গতির কারণে প্রায়ই বিনিময় পরিবহনের বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে অনেক মানুষ নিহত হয়েছেন। তাই ঢাকা-টাঙ্গাইল-ধনবাড়ী রুটে এই পরিবহনের বাস চলাচল বন্ধের দাবি জানানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসের চালকরা জানান, বিনিময় বাসের চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে সড়কে অনেক যানবাহন ওই বাসটিকে সাইড দিতে বাধ্য হয়। সাইড না দিলে অন্য যানবাহনকে বিনিময় বাস চাপা দেয়। এ কারণে সবাই বিনিময় বাস সার্ভিসকে সড়কের ফাউল বাস নামেই ডাকেন।

টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন বলেন, শিক্ষার্থীরা বিনিময় পরিবহনের বাস চলাচল বন্ধের দাবি জানিয়েছে। তাদের দাবির প্রেক্ষিতে সাময়িকভাবে ঢাকা-টাঙ্গাইল-ধনবাড়ী রুটে এই পরিবহনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট