1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে নছিমন গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় রাহাত আলী নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে এই ঘটনা ঘটে। মৃত রাহাত আলী গছিডাঙ্গা গ্রামের পাটেশ্বরী বাজার পাড়া এলাকার সুরুজ্জামানের ছেলে।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (২০ নভেম্বর) দুপুরে বাড়ি থেকে বেড় হয়ে পাটেশ্বরী বাজারে যাওয়ার সময় সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি খালি ভটভটি রাহাত আলীকে ধাক্কা দেয়। পরে বাজারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাহাতের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুরে নেয়ার পথে কাউনিয়া এলাকায় ওই কিশোরের মৃত্যু হয়। রাহাত বুদ্ধি প্রতিবন্ধী ছিলো বলে জানাগেছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট