টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ও আজগানা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় অবৈধভাবে কয়লার চুল্লি নির্মান করে কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করার দায়ে মোঃমজিবর রহমান কে ৩৫ হাজার টাকা,মোঃ রাসেল হোসেনকে ৩৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
বাঁশতৈল ইউনিয়নের গায়েরাবে তীল এলাকায় ৭টি,আজগানা মহিষবাথান ৪টি,আজগানা খালের পাড় ২টি,আজগানা বালিটেকি ৩টি,আজগানা গ্রামে ৪টি সহ সর্বমোট ২০টা কয়লার চুল্লি ধ্বংস করা হয়েছে।
গতকাল সোমবার (১৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী,পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে অভিযান টি পরিচালনা করা হয় বলে জানা গেছে।মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মাসুদুর রহমান জানান,জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।