নওগাঁর বদলগাছীতে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বদলগাছী উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
উপজেলা সদরের স্মৃতিসৌধ প্রাঙ্গনে বেলা ১১ টার দিকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হুদা বাবুল।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক ও বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, বালুভরা ইউপি চেয়ারম্যান আল এমরান হোসেন, বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক রেজাউন নবী সান্ডু, বিলাশবাড়ী ইউনিয়ন সভাপতি মো. আশরাফুল ইসলাম, কোলা ইউনিয়ন সভাপতি নুর ইসলাম, পাহাড়পুর ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক মাষ্টার, বদলগাছী সদর ইউপির সাধারণ সম্পাদক এসএম তারিকুল ইসলাম হালিম, যুবদলের আহবায়ক মেজবাউল হক রাজা, যুগ্ম আহবায়ক নান্নু রহমান, উপজেলা কৃষক দলের সহসভাপতি জহুরুল ইসলাম, শ্রমিক দলের সম্পাদক মুছা, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাম্মী আকতার প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।