বরিশালের বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত মো শহিদুল ইসলাম বেপারি (৩৩)কে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।
গত মঙ্গলবার বিকাল ৪: ৪০সে উপজেলার পাদ্রী শিবপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড ভবানী পুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বরিশাল সিনিয়ার জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ আমোলি আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আহত মো শহীদুল ইসলাম পাদ্রী শিবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত্যু আতাহার আলী বেপারী পুত্র।
আহত শহিদুল ইসলাম বেপারি ও মামলার বাদী জানান বিবাদীরা সন্ত্রাসী ও পরমৃত্ত লোভী তারা আইন-কানুন মানে না পূর্বপুরুষ থেকেই তাদের সাথে জমিজমা সংক্রান্ত বিরত চলে আসছিল তারই ধারাবাহিকতায় গত ২৯/১০/২৪ তারিখে তাদের উপরে সশস্ত্র হামলা চালানো হয়েছে। তিনি আরো জামান তাদের বসদ ঘর সংস্কারের কাজ করিলে অবসরপ্রাপ্ত পুলিশের সাব ইন্সপেক্টর মুজিবুর রহমান ও তার ছোট ভাই মাহবুব বেপারী, নুরজাহান বেগম, লাঠি সোটা নিয়ে তাদের কাজে বাধা প্রদান করে এর প্রতিবাদ করলে মাহাবুব বেপারী গাছ কাটা দাও দিয়ে আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার মাথার উপরে সজোরে কোপ দেয় আমি একটু ঘুরে গেলে আমার ডান কান কেটে পড়ে যায় এবং ঘটনা স্থলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এই অবস্থা দেখে আমার স্ত্রীর চিৎকারে আশেপাশের লোক এসে আমাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন আমার কানে ছয়টি সেলাই লেগেছে।
ভুক্তভোগীর বড় ভাই আব্দুর রাজ্জাক বেপারী জানান, মজিবর বেপারী পুলিশের দারোগা থাকাকালীন অবস্থায়ও ক্ষমতার অপব্যবহার ও পুলিশী দাপট দেখিয়ে দীর্ঘদিন যাবত আমাদের জমি জোরপূর্বক জবরদখল করেন এমনকি আমাদের দলিলকৃত সম্পত্তি ও জবরদখলের পাঁয়তারা চালাচ্ছে ইতিপূর্বেও তিনি আমাকেও কুপিয়েছিলেন। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে বাকীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান মারামারির ঘটনা শুনেছেন তবে থানায় কোন অভিযোগ হয়নি এবং এখন পর্যন্ত আদালত থেকে থানায় কোন কাগজ আসেনি বিজ্ঞ আদালতের কাগজ আসিলে আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।