1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
নীলফামারীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুদকের অভিযান নাগেশ্বরীতে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মির্জাপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ কালাইয়ের গ্রামীণ পল্লীতে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ  নীলফামারীর জলঢাকায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের আগমন  আশুলিয়ায় মাদ্রাসা ছাত্রের লাশ মিলল পুকুরে  নিয়ামতপুর সদর ইউনিয়নে প্রাক বাজেট সভা অনুষ্ঠিত জেলা কমিটির সদস্য হওয়ায় ধামইরহাটে যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটনকে  সংবর্ধনা সৌদি আরব এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম নদীভাঙনের মুখে শহীদের সমাধি, সংরক্ষণের দাবি পরিবার ও এলাকাবাসীর

ধামরাইয়ে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আটক-১

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৭ম শ্রেণীর একছাত্রীকে অপহরণ করে বাড়ীতে নিয়ে ধর্ষণের অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীকে রাতেই প্রাথমিক ভাবে ডাক্তার দেখিয়ে বাসায় আনতে গেলে ধর্ষণকারীর লোকজন ভুক্তভোগীর পরিবারদেরকে মারধর করে সেখান থেকে ঐ ছাত্রীকে বাড়ীতে নিয়ে আটকিয়ে রেখে নির্যাতন করেছে বলে জানান ভুক্তভোগীর পরিবার।

পরে রাতে পরিবারের পক্ষ থেকে ধামরাই থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণকারী মো সাইম হোসেন (২১) নামে একজনকে আটক করে এবং ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ ঘটনায় গতকাল শুক্রবার (২৫অক্টোবর) রাতে ওই তরুণীর পরিবার ধামরাই থানায় অভিযুক্ত ধর্ষকসহ ২জনের নাম উলেখ্য করে ও  অজ্ঞাত ৪/৫ জনের নামে মামলা দায়ের করেন।

এর আগে গত ২৪/১০/২৪ বিকালে নিজ বাড়ীর সামনে থেকে অপহরণ করে উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী এলাকায় একটি ফাঁকা বাড়ীতে ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযুক্ত ধর্ষকের নাম মো সাইম হোসেন মহিশাষী এলাকার মো আব্দুল কাদের এর ছেলে। অপর আসামী মো আব্দুল কাদের।

মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে অভিযুক্ত ধর্ষক সাইম হোসেন বিভিন্ন সময় ও স্কুলে যাওয়ার সময়ে আমার মেয়েকে উত্তক্ত করে প্রেমের প্রস্তাব দেন।আমার মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাইম বৃহস্পতিবার বিকেলে বাড়ীর সামনে থেকে অজ্ঞাত নামা কয়েকজন ছেলেকে নিয়ে একটি সিএনজি করে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

পরে সারা রাত অনেক খুঁজাখুঁজি করে জানতে পারি মহিশাষী এলাকায় আছে। এরপর আমরা সামাজিক মান-মর্যদা ও ইজ্জতের ভয়ে সেখানে গিয়ে মেয়েকে বাড়ীতে আনতে চাইলে ধর্ষকের পরিবার আমাদের মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়।

এই বিষয়ে মহিশাষী এলাকার ইউপি সদস্য মো আলাউদ্দিন বলেন, অপ্রাপ্ত মেয়েকে অপহরণ ও ধর্ষণ করে সমাজের মান ক্ষুন্ন  করেছে। এদের কঠিন শাস্তি হওয়া দরকার।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো মোখলেছুর রহমান বলেন, ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ধর্ষণকারী সাইমকে আটক করা হয়েছে। বাকী আসামীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট