1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

অপহরণের ১০ মাস পর পটুয়াখালী থেকে কিশোর উদ্ধার

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অপহরণের ১০ মাস পর পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে অপহৃত কিশোরকে উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত রাসেল (১৬) উপজেলার পাইকেরছড়া গ্রামের আয়নাল হকের পুত্র। তাকে বুধবার (২৩ অক্টোবর) কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, একই গ্রামের আব্দুস সাত্তার, আবু সাঈদ ও ফজল মিয়ার গং এর সাথে একই গ্রামের আয়নাল হক গং এর দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলছিলো। এরা পরস্পর চাচাতো জেঠাতো ভাই। গত ১২ ডিসেম্বর ২০২৩ সালে আয়নাল হকের স্ত্রী রোজিনা খাতুন ধর্ষণ চেষ্টা, মারামারি ও সন্তান রাসেলকে অপহরণের অভিযোগ করে ১৮ জনকে আসামী করে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করে। থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) পটুয়াখালীর রাঙ্গাবালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

মামলায় অভিযুক্ত আব্দুল জলিল (৬৩), আব্দুস সাত্তার জানান, বাদীপক্ষ আমাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে ছেলেটিকে নিজেরা গোপন করে আমাদের নামে মিথ্যা অপহরণের মামলা করেছে। শুধু তাই নয়, এই মিথ্যা মামলা দাখিলের জন্য একটি দালাল চক্র বাদীর কাছ থেকে বিবদমান জমির ৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে নিয়েছে। তারা নিরপেক্ষ তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন।

এ ব্যাপারে ওসি জিল্লুর রহমান জানান, প্রকৃত অপহরণ নাকি ঘটনাটি সাজানো তা তদন্ত করে দেখা হবে। তিনি বলেন, অপহৃতকে উদ্ধার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট