1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি কর্তৃক ভারতীয় পাতার বিড়ি ও ইঞ্জিন চালিত নৌকা আটক

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে
Oplus_131072
বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।
গতকাল সোমবার ৫৩ বিজিবি অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। টহলদল অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোগলাউড়ি এলাকা দিয়ে নৌকাযোগে চোরাচালানী মালামাল পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। গোপন সূত্রের  প্রেক্ষিতে তথ্য নিশ্চিত হয়ে   টহলদল পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ২ জন ব্যক্তিকে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে আসতে দেখে তাদের গতিবিধি সন্দেহ হলে থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহলদল নৌকাটি তাদের হেফাজতে নিয়ে তল্লাশী করে। তল্লাশী করে ১৫৮০ প্যাকেট অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় পাতার বিড়ি খুঁজে পেয়ে নৌকায় থাকা ব্যক্তি মোঃ নাদিম আলী, পিতা-মোঃ হারেজ আলী ও মোঃ শাওন আলী ২২, পিতা-মোঃ খাইরুল ইসলাম, উভয়ের গ্রাম-চরপাকা, পোষ্ট-বাবুপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এই দুইজন আসামি কে আটক করে। আটককৃতরা ভারতীয় পাতার বিড়ি ও ইঞ্জিন চালিত নৌকাসহ আটক হয়। এই দুইজনকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করার প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট