গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাইজউদ্দিন আহম্মেদের নামে দখল বাণিজ্যসহ বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে খবর প্রচারের প্রতিবাদে সোমবার সকালে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে পৌর বিএনপির নেতাকর্মীরা।
কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে এ বিক্ষোভ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: রিয়াজ উদ্দিন সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য জুলফিকার জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির নেতাকর্মীরা।
বক্তব্যে বলেন যে, বিএনপি নেতা সাইজুদ্দিন আহম্মেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত কর্মী ও নেতা। তার জনপ্রিয়তায় ইষান্বিত হয়ে একটি মহল ভুল ও অসত্য তথ্য দিয়ে বি়ভিন্ন গণমাধ্যমে খবর প্রচার করছে। যা কোনক্রমেই সত্য নয়। তারা কয়েকটি গণমাধ্যমে প্রচারিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শাহিনুজ্জামান, পৌর বিএনপির সদস্য সচিব আমজাদ হোসেন, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল বারেক সরকার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিল সারোয়ার হোসেন আকুল, জেলা যুবদলের আহবায়ক সদস্য মোকলেছুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক শাহিন আলম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক মনির বাবু প্রমুখ।