1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

অবশেষে বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের ২ শিক্ষক বরখাস্ত

বলদগাঁছী (নওগাঁ) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

গত ৫ জুলাই ২০২৩ ইং তারিখ নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে নিজ অফিস রুমে অসামাজিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আবু সাদাত শামিম আহমেদ ওরফে মিঠু ও এক শিক্ষিকার বিরুদ্ধে। অফিস রুমে একাধিকবার অন্তরঙ্গ হয়েছেন তারা। বিষয়টি নিয়ে মঙ্গলবার জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনা প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। 

এমন অভিযোগের ভিত্তিতে গত ১ বছর যাবৎ দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন স্কুলের ম্যানেজিং কমিটি এবং শিক্ষা মন্ত্রনালয় ও রাজশাহী শিক্ষাবোর্ডকে দেওয়া হয় তদন্তভার। তদন্ত শেষে নওগাঁর বদলগাছীর অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়া বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের ২ শিক্ষককে অবশেষে বরখাস্ত করেন শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রনালয়।

বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদাত সামীম আহমেদ ও সহকারী শিক্ষিকা মোসাঃ রিফাত আরার মাঝে অফিস রুমে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ পরিলক্ষিত হয়।যা সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। ফলে ০৬/০৭/২৩ ইং তারিখে তাদেরকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছিল। পরবর্তীতে চুড়ান্ত বরখাস্ত অনুমোদনের জন্য ২৫২ তম আপীল অরবিষ্ট্রেশন কমিটির সভায় উপস্থাপন করা হয়। ঐ কমিটি বিভিন্ন ভাবে তদন্ত ও আলাপ আলোচনান্তে বিষয় বস্তুু প্রমানিত হওয়ার কারণে তাদেরকে চুড়ান্ত ভাবে বরখাস্ত করলেন ঐ কমিটি।

বরখাস্তের চিঠি বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার বরাবর দিয়ে তাদেরকে চূড়ান্ত বরখাস্ত করার ক্ষমতা প্রদান করেন কর্তৃপক্ষ।

এ বিষয়ে অভিযুক্ত ও বহিষ্কৃত দুই শিক্ষকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তারা তাদের মুঠোফোন গুলো রিসিভ করেন নাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, গত ১ অক্টোবর আমার কার্যালয়ে বরখাস্তের চূড়ান্ত চিঠি হাতে পেয়েছি, দুইজনের চিঠিই খুব শীঘ্রহই তাদের নিকট পৌঁছানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট