দিনাজপুরের বিরামপুরে সনাতন ধর্মালম্বীদের সহিত বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল শনিবার (৫ অক্টোবর) বিরামপুর উপজেলায় আসন্ন দূর্গা উৎসব উদযাপন উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিরামপুর উপজেলায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গো উৎসব উপলক্ষে বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে আজ সন্ধ্যায় বিএনপির শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশে একযোগে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় দুর্গাপূজা মন্ডবের সভাপতি সম্পাদকের হাতে আর্থিক সহযোগিতা প্রদান করেন উপস্থিত নেতৃবৃন্দ। এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন,ভাইস চেয়ারম্যান,নির্বাহী কমিটির অন্যতম সদস্য,স্থায়ী কমিটির সদস্য,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিশেষ অতিথি আব্দুল খালেক,সহ সাংগঠনিক সম্পাদক,রংপুর বিভাগ,বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি কেন্দ্রীয় কমিটি। এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল,জেলা সভাপতি দিনাজপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বখতিয়ার আহমেদ কচি,সাধারণ সম্পাদক,জেলা দিনাজপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোঃ শফিকুল ইসলাম (মামুন),সাধারণ সম্পাদক, মনজুরুল ইলাহী চৌধুরী রুবেল,পৌর বিএনপি’র সভাপতি মোঃ হুমায়ুন কবির,পৌর সাধারণ সম্পাদক, রেজাউল করিম রেজু,উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। বাংলাদেশ পূজা উদযাপন কমিটির বিরামপুর উপজেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার,সাধারণ সম্পাদক,শান্ত কুমার কুন্ডু সহ অনেক পূজারী গান বিরামপুর ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ সভাপতিত্ব করেন,মিয়া মোহাম্মদ শফিকুল আলম (মামুন),সভাপতি,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরামপুর উপজেলা শাখা।
এ সময় প্রধান অতিথি বলেন,আমরা সকলেই এক ও অপরের ভাই হয়ে সকলের পাশে থাকব। প্রতিটি পূজা মন্ডবে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহিত আমাদের দল সার্বিক সহযোগিতা প্রদান করে যাওয়ার আহ্বান জানান। কাউকে কখনো ছোট করে দেখা যাবে না,সকলকে সমান চোখে দেখতে হবে। দেশ এখন স্বাধীন সকলে নির্বিঘ্নে আপনাদের মতামত পেশ করতে পারবেন। আসন্ন নির্বাচনে আপনারা যাকে পছন্দ করবেন তাকে আপনার মূল্যবান ভোট প্রদান করবেন। এতে করে বিএনপি’র কোন কর্তৃত্ব থাকবে না।
আমাদের নেতৃবৃন্দের কার্যক্রম দেশের জনগণের কল্যাণ হয়ে থাকে তবে অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন বলে আমি আশা করি।