1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

রাজশাহীর বাগমারায় ডোবায় মিলল বৃদ্ধার লাশ

রাজশাহী প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৪৫ বার পড়া হয়েছে

রাজশাহীর বাগমারায় ডোবা থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ওই বৃদ্ধার নাম পিয়ারজান। তিনি দ্বীপপুর ইউনিয়নের মীরপুর গ্রামের আব্বাছ আলীর স্ত্রী। গত মঙ্গলবার দুপুরের পর থেকে বৃদ্ধা নিখোঁজ ছিলেন। উদ্ধার হওয়া পিয়ারজানের মুখে ও কানে আঘাতের ক্ষত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মীরপুরে ফকিন্নি নদীর পাশের ডোবায় আংশিক ডুবে থাকা অবস্থায় বৃদ্ধার লাশ লোকজন দেখতে পায় লোকজন। পরিবারের লোকজনদের খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ সনাক্ত করেন। লাশের মুখে ও কানে ক্ষত রয়েছে।
পরিবারের লোকজন জানান, গত মঙ্গলবার দুপুরের পরে পিয়ারজান বেওয়া বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তিনি মানসিক ভাবে অসুস্থ ছিলেন।

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) এস, এম, মাকছুদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সব কিছু তদন্ত করছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রান্নার জন্য সেখানে লাড়কি কুড়াতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে ডুবে মারা গেছেন। পিচলে পড়ে যাওয়ার কারণে কানে ও মুখে ক্ষতের চিহ্ন রয়েছে। তবে পরিবার থেকে কোনো অভিযোগ নেই বলে জানান বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট