মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে এই কর্মসূচি পালন করেন।
এসময় বক্তব্য দেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার আজিম উদ্দিন, নার্সিং সুপারভাইজার আয়েশা খাতুন হাসি, নার্সিং ইন্সট্রাক্টর মোমতাজ বেগম, সিনিয়র স্টাফ নার্স ওবাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স সামসুন নাহার মাসুম বিল্লাহ প্রমুখ।
বক্তারা তাদের একদফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একদফা দাবি না মানলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
এদিকে কর্মবিরতি চললেও জরুরি সেবা দেওয়ার জন্য নার্সরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।